আরেফা রাব্বী মিলি
নারী,
একহাতে উড়িয়ে মায়াময় আঁচল-
মায়ার জালে জড়িয়ে বানাও-
বাড়ি।
নারী,
সকলেরে আপন করে সোহাগ-
দিয়ে সুখেতে ভাসাও সুখের-
তরী।
নারী,
শক্ত হাতে ঘরেবাইরে সমান তালে-
ভাঙ্গতে জানে সেসব সফলতার-
সিঁড়ি।
নারী,
সংকট হরনে মুর্তি শঙ্কা নাশিনী-
আস্থাতে বাজাও তুমি সুখের-
বাঁশরী।
নারী,
অবাক করা আলোর প্রদীপ-
উজ্জ্বলতায় সজিয়ে রাখো-
মনমাধুরি।
নারী,
হাতটি তোমার স্থানটি তোমার-
কান্নাচোখে উনিশবিশে যাও যে-
ছাড়ি।
নারী,
দুহাত ভরে দাও যে তুমি-
তোমার হাত ভরতে করে-
ছলচাতুরী।
নারী,
ওহোনারী শক্তি তোমার পরীক্ষিত-
সমাজ যখন খুঁচিয়ে মারে হও-
অগ্নিগিরি।