
কাপ্তাই প্রতিনিধি :
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ব্যবস্থাপনায় ও কাপ্তাই উপজেলা স্কাউটস এর আয়োজনে ২৭২ তম কাব ওরিয়েন্টেশন কোর্স মঙ্গলবার(১০ মার্চ) কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। রাংগামাটি জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও কোর্স লিডার বিজন কুমার দে’র সভাপতিত্বে কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস চট্রগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক জনাব মোঃ বেলাল হোসেন, কাপ্তাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: ইদ্রিচ। ২৭২ তম ওরিয়েন্টেশনে প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহবুব হাসান বাবু, চট্রগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক বেলাল হোসেন, রাংগামাটি জেলা সহঃ কমিশনার (উডব্যাজার) ফেরদৌস আক্তার, লিটন চন্দ্র দেব (উডব্যাজার)। ওরিয়েন্টেশনে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ মোট ৪৮ জন অংশগ্রহণ করেন।