ফরিদগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ও খাদ্য বান্দব কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

শিমুল হাছান:

‘দূর্যোগ ঝুঁকিহ্রাসে পূর্ব প্রস্তুতি, টেকসই উন্নয়নে আনবে গতি’ এ প্রতিপাদ্য বিষয়ে সারাদেশের ন্যায় ফরিদগঞ্জেও পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০ মার্চ (মঙ্গলবার) সকালে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের সামনে থেকে র‍্যালিটি হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, ‘দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা, ঘূর্ণিঝড়সহ অন্যান্য দূর্যোগ মোকাবেলার বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামীতে ও যেকোনো দূর্যোগ মোকাবেলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব।’
এ সময় উপস্থিত বক্তারা আরো বলেন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা আরো আধুনিকায়ন করা প্রয়োজন। সবকিছুর উন্নতির সাথে সাথে এ ব্যবস্থার ও উন্নয়ন ঘটানো প্রয়োজন। কারণ, একটি অগ্নিকান্ডে অনেক ভয়াবহ ক্ষতিসাধন হতে পারে। যে কোনো অগ্নিকান্ডে সকলকে সচেতন থাকতে হবে। উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরি’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা্ মিল্টন দস্তিদার, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলী রেজা আশ্রাফি, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকতার্ নুরুল আবছার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার ত্রিপুরা, পরিদর্শক (ভারপ্রাপ্ত)গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এস. এম ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমূল হাছান, প্রচার সম্পাদক গাজী মমিন প্রমুখ।
পরে খাদ্য অধিদপ্তর ফরিদগঞ্জের আয়োজনে ‘ শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ’ এ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদের হল রুমে খাদ্যের ডিলারদের সঙ্গে মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নিবার্হী অফিসার শিউলী হরির সভাপতিত্বে, উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি. এস তছলিম আহাম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা্ মিল্টন দস্তিদার, যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার আব্দুল্লাহ আল মামুন, সমবায় কর্মকতার্ নুরুল আবছার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তপন কুমার ত্রিপুরা, পরিদর্শক (ভারপ্রাপ্ত)গোলাম মোস্তফা ও ভিবিন্ন ইউনিয়নের ডিলারগন প্রমূখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত