চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের করোনা ভাইরাস সচেতনতা মূলক মাস্ক ও প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক

 

 

নিজস্ব সাংবাদদাতাঃ

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইস (COVID19) এর সংক্রমন ঝুকিতে থাকা প্রতিটি মানুষকে সচেতন করাসহ জনদুর্ভোগ লাঘবে “ সচেতনতায় মুক্তি” শ্লোগানে আজ (১৮ মার্চ) বেলা ১১ টায় চট্টগ্রাম সাংবাদিক ফোরামের উদ্যোগে মাস্ক ও প্রচারপত্র বিলি এবং হাত ধুয়ে কর্মসূচী পালিত হয়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখ অংশ থেকে শুরু হওয়া চট্টগ্রাম সাংবাদিক ফোরামের মাস্ক ও প্রচারপত্র বিলি এবং হাত ধোঁয়া কর্মসূচী চলে নগরীর নিউ মার্কেট পর্যন্ত। কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক শিব্বির আহমেদ ওসমান এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক নেতা বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন কাদেরী শওকত। শুরুতেই হাত ধুয়ে ও মাস্ক পরিধান করিয়ে কর্মসূচীর শুভ সূচনা করেন মঈনুদ্দীন কাদেরী শওকত। এরপর উপস্থিত  অতিথি, বিশিষ্টজন, সাংবাদিক, সংগঠনের সদস্য ও সর্বসাধারনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরন করা হয়। এরপর নভেল করোনা ভাইরাস এর উপর সংক্ষিপ্ত সভায় মঈনুদ্দীন কাদেরী শওকত বলেন, সাংবাদিক সংগঠনের মূল দায়িত্ব সংবাদ মাধ্যমের স্বাধীনতা সংরক্ষণ ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা। দায়বদ্ধতার অংশ হিসেবে সাংবাদিক সংগঠন সমূহ জনসচেতনামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সভাপতি সিব্বির আহমদ ওসমান বলেন, সাংবাদিকদের দায়বদ্ধতা থেকে আজ বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতামূলক আমাদের এই কর্মসূচি। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাস্ক ও প্রচারপত্র বিলি করেন, চৌধুরী হাসান মাহমুদ হাসনি প্যানেল মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসিন, বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম শামসুল হক, বিশিষ্ট সংগঠক গোলাম আকবর চৌধুরী, ডা. এস.এম কামরুজ্জামান, চট্টগ্রাম সাংবাদিক ফোরামের সদস্য সচিব চৌধুরী মুহাম্মদ রিপন, জাতীয় ভেজালপ্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি কামরুল ইসলাম, মোঃ কামাল হোসেন এস. টিভির চেয়ারম্যান শহীদুল ইসলাম, একে বাংলা টিভির বার্তা সম্পাদক আজম খাঁন, তানভীর আহমেদ, আমিনুল হক রিপন, মো. ইমাম উদ্দিন, মো. শামীম, এমরান হোসেন, শেখ মিজানুর মাসুদ,   খোরশেদ আলম, মোস্তফা জাহেদ, সাজিদ হোসেন, আবুল কালাম, মো. সাগর, সিদ্দিক আহমদ আতিক, লায়ন এম. এ মান্নান, খোকন চন্দ্র নাথ, আবদুল আউয়াল (মুন্না), আয়াজ আহমেদ সহ সম্পাদক সিটিজি ট্রিবিউন, শহিদুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন, একরামুল হক সোহেল, রোকন উদ্দিন, রিয়াজ উদ্দিন, ফরিদা সীমা সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত