কাপ্তাইয়ে সাংসদ দীপংকর তালুকদার: বর্তমান সরকারের আমলে কাপ্তাইয়ে ব্যপক উন্নয়ন সাধিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধি: জাতির জনকের আদর্শকে ধারণ করে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আওয়ামীলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার। তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীকে পাহাড়ের মানুষের কল্যাণে নানা মুখী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচী গুলো সঠিক ভাবে বাস্তবায়িত হলে পাহাড়ের মানুষ মুজিবীয় ভালোবাসায় সিক্ত হবেন বলে মন্তব্য করেন দীপংকর তালুকদার। মঙ্গলবার(১৭ মার্চ) রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের বিভিন্ন রাস্তার উদ্বোধন করতে গিয়ে দীপংকর তালুকদার এ কথা বলেন। এ সময় রাংগামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, সদস্য সান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, , চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী, রাঙ্গামাটি জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ এরশাদ সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন। দীপংকর তালুকদার বলেন, বর্তমান সরকারের আমালে কাপ্তাই উপজেলা যে উন্নয়ন হয়েছে তার ধারাবাহিকতায় রাঙ্গামাটি জেলা পরিষদ বিভিন্ন সড়ক উন্নয়নের কাজ করে জনগনকে যোগাযোগ সুবিধা নিশ্চিত করেছে। এই সুবিধার মাধ্যমে পাহাড়ের মানুষ তাদের উৎপাদিত কৃষি পণ্য বাজার জাত সহ বিভিন্ন এলাকার সাথে যোগাযোগ করতে পারবে। পরে তিনি কর্ণফুলী পেপার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের( সিবিএ) উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে কেক কেটে জন্মদিনের উদযাপন করেন।

#

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত