
পাহাড়তলী থানা প্রতিনিধি ঃ
পাহাড়তলী থানার অস্ত্র ও কার্তুজসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোরে পাহাড়তলী থানার গ্রীনভিউ আবাসিক এলাকার ৩ নম্বর সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ।
গ্রেফতার দুইজন হলেন- মো. রাব্বী (২৩) ও মো. রায়হান প্রকাশ ছোট রায়হান (২৫)।
ওসি বলেন, পাহাড়তলী থানার উপ-পরিদর্শক অর্ণব বড়ুয়ার নেতৃত্বে মো. রাব্বী ও মো. রায়হানকে গ্রেফতার করে পুলিশ।
তাদের দুইজনের কাছ থেকে একটি দেশীয় সিঙ্গেল শ্যুটার গান, একটি দেশীয় এলজি, তিন রাউন্ড ১২ বোর তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
গ্রেফতার দুইজনের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা ওসি।