
নেওয়াজ মাহমুদ নাহিদঃ
“মুজিব বর্ষের অঙ্গিকার, নিরাপদ সবজি উপহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনী ও পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় টমেটো চাষে সেক্স ফেরোমন ফাঁদ, জৈব বালাইনাশকের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার হোসেনপুর গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) হাবিবুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী প্রকল্প পরিচালক (প্রশিক্ষণ) কৃষিবিদ ছাইদা আক্তার পরাগ, আইপিএম স্পেশালিষ্ট সিরাজুল ইসলাম, লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ মামুর রশিদ প্রমুখ। এসময় উপসহকারী কৃষি কর্মকর্তা, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।