
কাপ্তাই প্রতিনিধি :
কাপ্তাই থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গতকাল (২১ মার্চ) কাপ্তাইয়ে ১নং চন্দ্রঘোনা ইউপি এলাকার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের মূল গেইট ভবনের ডানপাশ্বস্ত রাস্তা হতে মোঃ জাকির হোসেন(৩৬) নামের এক মাদকসেবীকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় বর্ণিত আসামীর ৩ জন সহযোগী পলাতক রয়েছে। কাপ্তাই থানার এসআই মোহাম্মদ হেলাল উদ্দিন এর নেতৃত্বে এ.এস আই আবুল কালাম সঙ্গীয় ফোর্স সমেত গতকাল( শনিবার) সন্ধা ৬.৩০ এ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নেমে উক্ত আসামী মোঃ জাকির হোসেনকে ১৬ পিচ ইয়াবা ট্যাবলেট সমেত হাতেনাতে আটক করেন এবং এই সময় পুলিশের উপস্হিতি টের পেয়ে অপর ৩ মাদকসেবী পালিয়ে যায়। কাপ্তাই থানা ওসি নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত মাদকসেবী মো: জাকির সহ পলাতক ৩ আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করে আটককৃতকে রবিবার রাংগামাটি বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামীদের ধরার অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।