
প্রেস বিজ্ঞপ্তি :
করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করেছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটি। এসময় জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শিব্বির আহম্মদ ওসমান স্বাস্থ্য নির্দেশিকা মেনে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।
আজ বেলা ১১ টায় নগরীর কদমতলি মোড় থেকে এ মাইকিং ও লিফলেট বিতরণ শুরু হয় ।
এসময় সর্বসাধারণের উদেশ্যে শিব্বির আহম্মদ ওসমান বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমাদের সকলকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন করোনা শংকার কারনে সকাল কর্মজীবীদের আয় কমে গেছে। এতে নিম্ন জীবী মানুষের আয় কমায় তাদের মাঝে হতশার সৃষ্টি হয়েছে। এই দু সময়ে নিম্নজীবী মানুষের পাশে দাড়াতে হবে এবং দ্রব্য মূল্যর দাম কোন অবস্থাতেই বৃদ্ধি করা যাবে না। এরি সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সর্বসাধারণের হাতের নাগালে রাখতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা কমিটির অর্থ সম্পাদক চৌধুরী মুহাম্মাদ রিপন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান চৌধুরী এবং রিফাত সহ আরো অনেকেই।