করোনা ভাইরাস সংক্রমণ রোধে তথ্য সংগ্রহে কাপ্তাই ” আমার বাড়ী, আমার খামার প্রকল্পের ” কর্মীরা

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধি :

কাপ্তাই উপজেলা প্রশাসনের নির্দেশে ” আমার বাড়ী আমার খামার ” প্রকল্পের মাঠ সহকারীরা করোনা ভাইরাস সংক্রমণ রোধে গত সোমবার(২৩ মার্চ) হতে উপজেলার ২ নং রাইখালী এবং ৩ নং চিৎমরম ইউনিয়নের বিদেশ ফেরত দের তথ্য সংগ্রহ এবং তাদের হোম কোয়ারেন্টাইন এ থাকার বিষয়টি যাচাই করছেন এবং বিগত এক মাস আগে যারা বিদেশ ফেরত হয়েছেন তাদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
আমার বাড়ী, আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়ক রতন কান্তি দে জানান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর নির্দেশক্রমে মাঠ সহকারী: জয়ন্ত তনচংগ্যা, থোয়াইচিং মং মারমা, প্রসনজিত দাশ, মনিষ তনচংগ্যা, মমি তনচংগ্যা, কর্ন তনচংগ্যা,, জ্ঞান বিকাশ চাকমা ও মো: আলাউদ্দিন গত সোমবার(২৩ মার্চ) এবং মঙ্গলবার(২৪ মার্চ) মাঠ পর্যায়ে কাজ করছেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, আমার বাড়ী আমার খামার প্রকল্পের কর্মীরা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রশাসনকে সহায়তা করছেন।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত