
কাপ্তাই প্রতিনিধিঃ
রাঙামাটির কাপ্তাইয়ের সকল বাজার ও হাট বাজার বন্ধ হচ্ছে আগামীকাল বুধবার (২৫ মার্চ) থেকে। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানা যায়। কাপ্তাই নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে আগামীকাল থেকে মুদি দোকান, কাঁচা মালের দোকান ও ফামের্সী দোকান ও জরুরী প্রয়োজন ব্যতিত সকল ব্যবসায় প্রতিষ্ঠান পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পাশাপাশি সাপ্তাহিক হাট বাজারও বন্ধের ঘোষণা দেওয়া হয়। তিনি আরও জানান, এসময় জরুরী প্রয়োজন ব্যতিত ঘরের বাহিরে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে সামাজিক দূরুত্ব নিশ্চিত করতে মাঠে থাকবে সেনাবাহিনী।