সামাজিক দুরত্ব বজায় রাখতে কাপ্তাইয়ে ২য় দিনের মতো প্রশাসনের সাথে সেনাবাহিনীর প্রচারণা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

 

কাপ্তাই প্রতিনিধিঃঃ

কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণকে সচেতন করতে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করতে সিভিল প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী ২য় দিনের মতো বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল হতে রাত পর্যন্ত প্রচারণা চালিয়েছে।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল, রাঙামাটি জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাশ কাপ্তাই ২৩ বেঙ্গল এর সেনাসদস্যদের নিয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও হাটবাজার এ জনগনকে রাস্তায় না থেকে ঘরে ফিরে যাবার জন্য অনুরোধ করেন, বাড়ির বাহিরে জরুরী প্রয়োজন ছাড়া বের না হতে পরামর্শ দেন এবং নিজেকে নিরাপদে রাখতে মুখে মাক্স ও হাতে গ্লাবস পরিধান করতে, হাত ভালো করে ধৌত করা সহ ৩ফুট দুরত্বে অবস্থান করে অন্যের সঙ্গে কথা পরামর্শ দেন।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত