ফরিদগঞ্জে রিক্সাচালকের মাঝে সম্ভব্য মেয়র প্রার্থী  কামরুল ইসলাম সউদের খাদ্য সামগ্রী বিতরন

নিজস্ব প্রতিবেদক

 

শিমুল হাছান: ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি :

মহান স্বাদীনতা দিবস উপলক্ষে ও কোরনা বাইরাসের প্রকোপে শতাধীক অসহায় রিক্সাচালকদের মাজে খাদ্য সামগ্রী বিতরন করেছেন সম্ভব্য মেয়র প্রার্থী তরুন সমজ সেবক কামরুল ইসলাম সউদ।

কোরনা ভাইরাস বা কোভিড ১৯ এর প্রকোপে সারাদেশে সতর্কতা জারি করেছে প্রশাসন। তাই অসহায়দের কথা চিন্তা করে ২৬ মার্চ(বৃহষ্পতিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন স্থানে কামরুল ইসলাম সউদ নিজ উদ্যোগে অসহায় রিকাসাচালদের মাঝে খাদ্য সামগ্যী হিসেবে চাল, ডাল, আলু ও সাবান  বিতরন করেন। এসময় রিক্সাচালদের কোরনা ভাইরাসের বিষয়ে তাদের সচেতন করে বলেন, আপনারা ঘরে থাকুন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন। কোরনা ভাইরাস কোন সাধারন ভাইরাস নয়, এই ভাইরাস একজনের শরীর থেকে আরেক জনের শরীরে প্রভাহীত হয় তাই সকলে চেস্টা করুন ঘরে থাকার।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মো. সোহেল রানা, মো.শিমুল হাসান,মাইনুল হাসান টিটু, আক্তার হোসেন প্রমূখ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত