
শিব্বির আহম্মদ ওসমানঃ
করোনা ভাইরাসে স্তব্ধ পুরো বিশ্ব, লকডউন পৃথিবীর সর্ব প্রান্তর বাংলাদেশও আজ নিশ্চল ১৮/১৯ কোটির বসবাস এই দেশে ৬ কোটির বেশী মানুষ নিম্ন আয়ের যারা। যারা দিনে আনে দিয়ে খায়। যারা ঘর থেকে কর্মের সন্ধানে বের না হলে অন্নের ব্যবস্থা হয় না। বাংলাদেশে মানুষের করোনা ভাইরাসে মৃত্যুর চয়ে না খেয়ে মরার ভয় বেশী। এই রকম পরিস্থিতি আরো কিছুদিন থাকলে দেশের অনেক মানুষ না খেয়ে মৃত্যু বরণ করবে। তবে এই পরিস্থিতিতে গরীব ও দুস্তদের জন্য মনবতার মা বিশ্বনেত্রী, বাংলা দেশের প্রধানমন্ত্রীর যুগোপযোগী পদক্ষেপ প্রসংশার দাবীদার। মানবতার মা আপনার কাছে আমাদের চাওয়া আপনি দুস্থদের জন্য যে অনুদান দিয়েছেন তা যেন সঠিক লোকদেরকে বিতরন করা হয় এরি সাথে তা যেন আপনার দলের সুনাম নষ্ঠকারী পেটুয়ারা হিজম না করেন এটার প্রতি দৃষ্টিন দিন।
আমি দেশে করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রনালয়, আইইডিসিআরও চিকিৎসা সেবাই যারা কাজ করছেন যেসব চিকিৎসক, স্বাস্থ্য কমকর্তাসহ সকেদের এই সময়ের সিদ্ধান্ত, সেবা ও পরামর্শ
গুলোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজ উনাদের কারনে আল্লাহর অশেষ রহমতে করোনা ভাইরাস থেকে অনেকে সুস্থ হয়েছেন ও জনগন নিরাপত রয়েছেন আমাদের দেশে আক্রান্তের সংখ্যাও ব্যাপক নয় আমার অনুরোধ আগামীতে এই ভাইরাস যেন আরো ব্যাপকতা লাভ না করে সেই দিকে দৃষ্টি দিন, মানব সেবা করুন জাতী আপনাদের অবদানের জন্য বীরের মর্যদা দিবেন।
এরিসাথে আমি আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাব, সেনা,নৌ, বিমান বাহিনীর সদস্যারা যারা এই আপদকালীন সময়ে নিজের জীবন বিপন্ন করে, পরিবারের মায়া ত্যাগ করে জনগনের সেবা করছেন তাদের প্রতি স্যালুট জানাচ্ছি এরি সাথে উনারা নিরাপত্তা, খাদ্যের যোগানসহ যেভাবে রাত দিন কাজ করছেন তাদেরকাছে কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা নেই তবে আপনাদের কাছে একটাই আপনাদের এই অবিস্মরনীয় অবদানগুলো সামান্য ভুল ও অবহেলার মাধ্যমে ছোট করবেন না। অহেতুত জনগনকে হয়রনানী না করা সহ গরীব মেহনবি মানুষদের প্রতি একটু সজাক দৃষ্টি রাখুন।
আমি চরম কৃতজ্ঞতা প্রকাশ করছি মিডিয়াকর্মী
, সাংবাদিকসহ ইলেকট্রিক, প্রিন্ট ও অনলাই মিডিয়াতে কর্মরত সকলের প্রতি। আমাদের সাংবাদিক ভাইরা মৃত্যুকে পরোয়ানা না করে নিজ দায়িত্ব ও কর্তব্য পালন করছেন মানবতার মা আপনার কাছে দাবী এইসকল মিডিয়া কর্মীদের ও সাংবাদিকদের আপনি সুদৃষ্টি দিন। তাদের মধ্যে অনেক সাংবাদিক ও মিডিয়া কর্মী নামেমাত্র ভাতা পায় অনেকের বেতন ভাতা নেই মানবতার তাগিদে ওনারা কাজ করেন, আজ সময় এসেছে সাংবাদিক ভাইদের জন্য কিছু করার। দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তার প্রয়োজন মানবতার মা আপনার প্রতি আকূল আবেদন ওনাদের নিরাপত্তার দিকে নজর দিন েসাংবাদিকদের সুরক্ষার পোষাকসহ তাদের জন্য বিশেষ বরাদ্দ দিন।
একিসাথে দেশের জনগনের ভোটে নির্বাচিত ৩৫০ সাংসদ, সিটি মেয়র,কমিশনার, জেলা জেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, পৌর কমিশনার,, উপজেলা চেয়ারম্যান, সদস্য, ইউপি চেয়ারম্যান-মেম্বাদের প্রতি একান্ত অনুরোধ আপনারা জাতীয় এই ক্লান্তিময় সময়ে জনগনের ভোটের যথার্থ মূল্যায়ন করুন, যেভাবে তােদের ঘরে ঘরে ঘুরে ভোট ভিক্ষা চেয়েছেন ঠিক তেমনি ভাবে প্রতিটি ঘরে ঘরে গিয়ে সেবা করুন, তাদের অন্নের ববস্থা করুন, ভোট চাইতে গিয়ে যেমনি ছবি তুলেননি ঠিক তেমনি সেবা করতে গিয়েও ছবি তুলবেন না। সেবা করবেন নিরবে । না হলে আগামী নির্বাচনে আপনাদের এই জনগন ছাড়বে না।
আমাদের দেশে রাজনৈতিক দলের নেতা, সমাজ সেবক ও মানবাধিকার নেতার অভাব বোধ করি নেই অন্যান্য সময়ে ওনাদের প্রচার মাধ্যমে আধিক্য দেখা গেলেও জাতীর এই ক্লান্তিময় সময়ে এই সুসময়ের পাখিগুলো আজ নিজগৃহে বৌয়ের আচলে লুকায়িত। তাদের জন্য আক্ষেপ ছাড়া আর কিছুই নেই। েএই সুসময়ের পাখিগুলোকে আগামীতে সবাই িপ্রত্যাখান করুন। এদের সভা, সিম্পুজিয়াম, র্যালিসহ সব লোক দেখানো কর্মকান্ডে আপনারা আর অংশ নিবেন না। আর যে সব রাজনীতিবীদ কথার ফুলঝুড়ি ছড়ায় ও আপনাদের কাছে আশ্বাসদেনর আজ বিপদের দিনে তাদের খুঁজে না পেলে তাদেরকে আমৃত্যু প্রত্যাখান করুন।
এরিসাথে আমরা জাতীর বিপদের সময়ে আজ সরকার দলীয়, বিরোধী দলীয়সহ সব দলের রাজনীতিবীদরা যারা জনগনের বিপদে সাহায্যে এগিয়ে আসছেন না তাদের চিহ্নিত করে রাখুন তারা আগামীতে ভোট চাইতে আপনার দ্বারে আসলে ঝাড়ু পেঠা করবেন। ক্ষমতার অপব্যবহার ও জনগনের টাকা হজম করে স্বাধীনতারপর থেকে উনারানো বিভিন্ন সময়ে টাকার কুমির হয়েছে আজ ওনারা নিরব কেন আবার কিছু কিছু নেতা দেখছে মিডিয়াতে প্রচার করার জন্য নামে মাত্র খাদ্য সামগ্রী বিতরণ করছেন। একই িসাথে এই সময়ে যারা ছবি পোস্ট করে বা স্যোসাল মিডিয়ায় পোষ্ট করেন তাদের কাছে সবিনয়ে জিজ্ঞেসা আপনারা যাদের খাদ্য সামগ্রী দিচ্ছে ওনারা সকলেই ভিক্ষারী নন ওনারা পিরিস্থিতির স্বীক্ষার। ছবি পোস্ট করে দয়া করে ওনাদের ছোট করবেন না।
আজ আমাদের দেশের শিল্পপতির, ব্যবসায়ী অভাববোধ করি খুব একটা কম না। ওনাদের নিরাবতা দেখে জাতী হতাশ আপনারা এই সময়ে সাহায্যের হাত বাড়ান। আর যারা ইতিমধ্যে বিভিন্ন সেবা কাজে নিয়োজিত করেছেন, বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদানর করেছেন আপনাদের জাতী দীর্ঘদিন স্মরন করবে।
সরাকারী উর্ধ্বতন কর্মাকর্তারা আপনাদের টাকারতো কোন অভাব বোধ করি নেই জাতীর বিপদে আপনারা এগিয়ে আসুন, অভিনেতা- অভিনেত্রী, নায়ক -নায়িকা, সংগীত-নৃত্য শিল্পী বন্ধুরা আপনারাতো লক্ষ লক্ষ টাকা আয় করেন, অগ্রিম না দিলেতো আপনারা সিডিউল দেন না আপনারা দেশের চরম এই সময়ে জনগনের পাশে দাড়াঁন জনগনতো আপনাদের জনপ্রিয়তা ও উত্তানের মূল ভিত্তি আপনারা যদি আজ জনগনের পাশে না দাড়াঁন আপনাদের কেউ ক্ষমা করবে না।
আবার দেশে অনেক ইসিলামী বক্তা আছেন তাঁরা মিলাদ মাহফিলের নামে লক্ষ লক্ষ টাকা নিয়ে ওয়াজ মাহফিল করেন, আবার অনেক বক্তা হেলিকপ্টারও ব্যবহার করেন জনগন না থাকলে আগামীতে কিভাবে টাকা ইনকাম করবেন। অনেক টাকা ইনকাম করেছেন জাতীর এই সংকটময় সময়ে ব্যয় করুন দুস্থদের সেবাই ্ওগিয়ে আসুন।
পরিশেষে বাংলাদেশের সকল ধনী, ব্যবসায়ী, রাজনীতিবীদসহ যারা একটু স্বচ্ছল আছেন আপনারা সবাই নিজ নিজ অবস্থােন থেকে আপদকালীন এই সময়ে এগিয়ে আসুন। এসময় আপনাদের অবদান সবাই মনে রাখবেন।