
কাপ্তাই প্রতিনিধি:
মহামারি করোনা ভাইরাসে পুরো দেশ জুড়ে চলছে অঘোষিত লগডাউন। বিভিন্ন সরকারি, বেসরকারী প্রতিষ্ঠান ছাড়াও বন্ধ রয়েছে নিত্যপ্রয়োজনীয় দোকানাপাট ব্যতিত বাকী সব ব্যবসা প্রতিষ্ঠান। সারাদেশ জুড়ে অব্যাহত রয়েছে প্রশাসনিক অভিযান। তারই ধারাবাহিকতায় সোমবার ( ৩০ মার্চ) ৬ষ্ঠ দিনের মতো কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সেনাবাহিনী এবং পুলিশবাহিনীকে সাথে নিয়ে কেপিএম এলাকা, চন্দ্রঘোনা, কলাবাগান, কেপিএম গেইট, কয়লার ডিপু, মিশন এলাকা, উপজেলা সদর বড়ইছড়ি বাজার, রাইখালী বাজার, নারানগিরি বাজার সহ বিভিন্ন স্থানে চালানো হয় সচেতনতামূলক কার্যক্রম ও বাজার মনিটরিং সহ বিভিন্ন করোনা বিরোধী অভিযান। তারই অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অবস্থানরত মানুষদের মাইকিং করে সতর্ক করেন যেন অপ্রয়োজনে কেউ বাইরে ঘোরাফেরা না করে নিজ নিজ বাসস্থানে থাকে এবং সেইসাথে বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি কাপ্তাই উপজেলার বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে গিয়ে বাজার মনিটরিং করে কোথাও অধিক দ্রব্যমূল্যে কোন জিনিস বিক্রয় হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন।কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহামেদ রাসেল জানান, সরকারি নির্দেশ মোতাবেক করোনা বিরোধী অভিযান অব্যহত রয়েছে এবং যারা নির্দেশনা না মেনে বাইরে ঘোরাফেরা করছে তাদের সতর্ক করা ছাড়াও বাজারের দ্রব্যমূল্যে খতিয়ে দেখে বাজার মনিটরিং কার্যক্রম চলছে। এবং তিনি আরো জানান শুধু প্রশাসন নয় প্রতিটি মানুষের সচেতনতার মাধ্যম করোনা ভাইরাস মোকাবেলা সম্ভব।