
বিশু তনচংগ্যা কাপ্তাই ,
“মায়ের দেওয়া খাবার খাই মনের আনন্দে স্কুলে যাই” এই স্লোগানকে সামনে রেখে কাপ্তাই শিক্ষা বিভাগের উদ্যোগে সোমবার পালিত হলো মীনা দিবস- ২০১৮। দিবসটি উপলক্ষে র্যালী, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতা, কুইজ এবং মীনা কার্টুন প্রদর্শিত হয়। বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে শুরু হয়ে র্যালীটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবারোও বড়ইছড়ি সদর প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালী শেষে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা নিমি চাকমা। কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রোগামার সলিল চাকমা। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ওয়াগ্গা ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি মাহবুব আলম, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি অমল কান্তি দে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সিএস জাকির হোসেন । আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার। র্যালী ও আলোচনা সভায় শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি দে সহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে চিত্রাংকন,কুইজ এবং যেমন খুশি তেমন খুশি প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে মীনা কার্টুন প্রদর্শন করা হয়।