লালপুরে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস আজ 

নিজস্ব প্রতিবেদক

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর নাটোরঃ

আজ ৩০ মার্চ নাটোরেরলালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস।১৯৭১সালের এই দিনে উত্তরবঙ্গেসর্বপ্রথম উপজেলার ময়না গ্রামে পাকিস্তানীহানাদারবাহিনীর সাথে লালপুর উপজেলার মুক্তি পাগল জনতা, ইপিআরও আনসার বাহিনীর সম্মুখযুদ্ধ হয়েছিলো।  এ ময়না যুদ্ধে প্রায়অর্ধশত বাঙালি শহীদ ও৩২ জন আহত হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবেবিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠননানা কর্মসূচির মধ্যে দিয়ে পালনকরে আসছে। প্রতিবছর এউপলক্ষে ময়ন স্মৃতিসৌধ প্রাঙ্গনেমিলাদ মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত