বাড়ী বাড়ী গিয়ে চাল বিতরন করলেন ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ

চলমান করোনা ভাইরাসের প্রভাবে নিন্ম আয়ের মানুষের খোঁজে বাড়ীতে গিয়ে চাল বিতরন করলেন ফরিদগঞ্জের ৫নং গুপ্টি (পূর্ব) ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী বাবুল।তিনি সোমবার সকাল থেকে ইউনিয়নের হতদরিদ্র ৫০ টি পরিবারের মাঝে দুর্যোগ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ১০ কেজি করে চাল বিতরন করেন।সরকারের দেওয়া বাজেটের বাহিরে অতিরিক্ত পরিবারের মাঝে নগদ টাকা ও পরবর্তী বাজেটের তালিকা এ সময় প্রনোয়ন করা হয়েছে।চেয়ারম্যান আব্দুল গনি পাটওয়ারী বাবুল বলেন, ইতিপূর্বে ইউনিয়ন জুড়ে করোনাভাইরাস প্রতিরোধে মাইকিং, লিফলেট, মাস্ক, স্যানিটাইজার বিতরনসহ নানা উদ্যোগ গ্রহন করেছি।চাল বিতরন কালে আরো উপস্থিত ছিলেন, ইউপি সচিব দেলোয়ার হোসেন, ইউপি সদস্য কামাল আখন্দসহ গ্রাম পুলিশের সদস্যরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত