ঘরে থাকুন, নিজে বাঁচুন, দেশকে বাঁচান

নিজস্ব প্রতিবেদক

আজকের কর্ণফুলী ডেস্কঃ

দেশে সংক্রমণ নাই এমনটা ভেবে আত্মতৃপ্তিতে ভুগলে হিতে বিপরীত হতে পারে। নিচের চিত্রটা দেখুন ইতালি ও অন্যত্র কী হয়েছে। সংকটের ধরণ না বুঝলে অনেক বড় ভুল হয়ে যেতে পারে। এটা আমার হিসাব না, ধার করে নিয়েছি।

3, 3, 3, 3, 4, 21, 79, 157, 229, 323, 470, 655, 889, 1128, 1701, 2036, 2502, 3089, 3858, 4636, 5883, 7375, 9172, 10149, 12462, 15113, 17660, 21157, 24747, 27980, 31506, 35713, 41035, 47021, 53578, 59138, 63927, 69176, 80122.

এগুলো ছিলো ইতালিতে গত ৩৮ দিনে দৈনিক মোট আক্রান্তের সংখ্যা। ৩৮ দিন আগে যেখানে আক্রান্ত ছিলো মাত্র ৩ জন, সেই ইতালি আজ ৩৮ দিনের ব্যবধানে লন্ডভন্ড।

আসুন আমেরিকার ৩৮ দিনের সংখ্যাগুলো দেখে নেই।
15, 15, 15, 15, 15, 35, 35, 35, 53, 57, 60, 60, 63, 68, 75, 100, 124, 158, 221, 319, 435, 541, 704, 994, 1301, 1630, 2183, 2770, 3613, 4596, 6344, 9197, 13779, 19367, 24192, 33592, 43781, 54881,85712

মাত্র ১৫ দিন আগেও আমেরিকায় আক্রান্ত ছিলো ৭০৪ জন, সেই সংখ্যা এখন ৮৫ হাজারের বেশি।

এবার একটু বাংলাদেশের অবস্থা দেখি..
1, 3, 3, 6, 8, 8, 11, 14, 24, 27, 33, 39,44,48

অন্য দেশগুলোর সাথে মিলিয়ে দেখুন তো, বাংলাদেশও কি একই পথে হাঁটছে না? শুধু সময়ের ব্যবধান মাত্র!!! ৩৮ দিন পর আমাদের অবস্থাও কি ইতালি আমেরিকার মতো হতে পারে না? বাস্তবতা হচ্ছে আমাদের অবস্থা আরও ভয়াবহ হতে পারে। কারন জনসংখ্যার ঘনত্ব।

  1. ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত