টেকনাফের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী মার্কিনের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার কাটা পাহাড় এলাকা থেকে টেকনাফ সাবরাং ইউনিয়নের তালিকাভূক্ত মাদক কারবারী শামসুল আলম মার্কিনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এই সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

তথ্য সূত্রে জানা যায়, শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টারদিকে কক্সবাজার কাটা পাহাড় এলাকায় একটি লাশের খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশের একটি দল এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে। এই সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরী অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

উদ্ধারকৃত ইয়াবার প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি। পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।

এদিকে গত ২দিন আগে কক্সবাজার যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাবরাং ইউনিয়নের নয়াপাড়ার মৃত মৌলভী আলী হোছাইনের পুত্র, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা গডফাদার শামসুল আলম মার্কিন (৪৮) নিখোঁজ থাকায় পরিজন খোঁজ করে ছবি দেখে তার লাশ বলে সনাক্ত করে। নিহতের ভাই আব্দুস সামাদ মর্গ হতে তার ভাইয়ের মৃতদেহ গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত