
রাঙ্গুনীয়া প্রতিনিধিঃঃ
করোনা ভাইরাসের প্রকোপে হতদরিদ্র অনেক দিনমজুর মানুষ আয় রোজগার বন্ধ হয়ে অসহায়ভাবে মানবেতর জীবনযাপন করছে। পরিবারের অন্নের সংস্থান কিভাবে হবে সেই চিন্তায় তারা দিশেহারা। সেইসব খেটে খাওয়া অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়ালেন রাংগুনিয়া উপজেলার ১১নং চন্দ্রঘোনা কদমতলি ইউপি চেয়্যারম্যান ইদ্রিচ আজগর । তিনি চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের জুম পাড়া, কলাবাইজ্জাগুনা, মিশন এলাকা সহ বিভিন্ন এলাকায় হতদরিদ্র অসহায় সেইসব মানুষগুলোর বাড়িতে গিয়ে গিয়ে এলাকার সাংসদ তথ্য মন্ত্রী ড: হাছান মাহমুদ এর পক্ষে এবং তাঁর ব্যক্তিগত উদ্যোগে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
তিনি জানান, মাননীয় সাংসদ তথ্য মন্ত্রী ড: হাছান মাহমুদ নিয়মিত এলাকার অসহায় মানুষগুলোর খবর নিচ্ছেন, এবং তারঁই নির্দেশক্রমে এবং সরকারের পরার্মশে আমি ত্রান কার্যক্রম পরিচালনা করছি। তিনি এলাকাবাসীকে অপ্রয়োজনে ঘরের বাহিরে না যাবার পরার্মশ দেন। যারা অভাবে আছেন তাদের ঘরে ঘরে সরকারি বিধি মোতাবেক ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বলে তিনি জানান।