
শিমুল হাছান:
করোনাভাইরাসের প্রকোপে কর্মহীন নিন্মআয়েরমানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী, তরুন সমাজ সেবক কামরুল ইসলাম সউদ।
করোনাভাইরাস কোভিড-১৯ এর প্রকোপে সারাদেশে সতর্কতা জারি করেছে প্রশাসন। তাই অসহায়দের কথা চিন্তা করে ৫ এপ্রিল (রবিবার) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিভিন্ন স্থানে কামরুল ইসলাম সউদ নিজ উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু ও সাবান বিতরন করেন।এ সময় কামরুল ইসলাম সউদন করোনাভাইরাসের বিষয়ে তাদের সচেতন করে বলেন, সরকারের নির্দেশনা মেনে আপনারা ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।