কাপ্তাই এর রাইখালীতে অনন্ত চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিশু তনচংগ্য,কাপ্তাই

কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের নারানগিরি যুবসমাজের অায়োজনে ৩২১ নং রাইখালী মৌজার হেডম্যান উসিংথোয়াই চৌধুরী বাবলুর সহযোগিতায় অান্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট সোমবার হতে নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে।উদ্বোধনী ম্যাচে রাইখালী রিফিউজিপাড়া শেখ রাসেল স্মৃতি সংসদ এবং নারানগিরি ক্লাবের মধ্যকার খেলা ২-২ গোলে ড্র হয়।খেলার অাগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অাশ্রাফ অাহমেদ রাসেল।টুর্নামেন্ট পরিচালনা কমিটির অাহবায়ক হেডম্যান উসিংথোয়াই চৌধুরী বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব ইউপি সদস্য এনামুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা অাওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়্যারম্যান অংসুইছাইন চৌধুরী,রাইখালী পাহাড়ি কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.অালতাফ হোসেন,২নং রাইখালী ইউপি চেয়্যারম্যান সায়ামং মারমা,রাইখালী ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার,কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া,ইউপি সদস্য মাসানু মারমা।নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার খানিক দর্শক এই উদ্বোধনী খেলা উপভোগ করেন।টুর্নামেন্ট সর্বমোট ২০ টি দল অংশগ্রহন করছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত