রাজস্থলীতে জাতীয় উৎপাদন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

 

বিশু তনচংগ্যা

রাজস্থলীতে মঙ্গলবার জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুশফিকুর রহমান সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান উথিনসিন মারমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।
বক্তব্যে রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিবুল হাসান, আওয়ামীলীগ সভাপতি উবাচ মারমা, উপজেলা শিক্ষা কর্মকর্তা। আলোচনা সভায় বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও বেসরকারী সংস্থার প্রতিনিধি, সাংবাদিক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরের গিয়ে শেষ হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত