শ্রীকান্ত চৌধুরী ও সেকান্দর হোসেন সান্ত
আজ ৭ এপ্রিল রাঙ্গুনীয় ব্রক্ষোত্তর উত্তর পাড়া যুব সমাজের সমাজের উদ্যোগে স্থানীয় যুবকরা করোনা ভাইরাস থেকে নিজেদের এলাকাকে রক্ষার্থে জীবাণুনাশক ঔষধ ছিটানো, সচেতনা মূলক প্রচারনা ও হাত ধোঁয় কর্মসূচি পালন করেন।
কর্মসূচীর অংশ হিসেবে সকালে উত্তর পাড়া যুব সমাজের সমাজের সদস্য ও স্থানীয় যুবকরা গ্রামে গ্রামে গিয়ে মেশিন দিয়ে জীবাণুমুনাশক ঔষধ ছিটিয়েছে। এরিসাথে মাইকিং করে সবাইকে ঘরে থাকার জন্য এবং রাস্তাঘাটে দোকান বসে কোন আড্ডা না দেওয়ার জন্য প্রচরনা চলান এবং হাত ধোঁয়া কর্মসূচী পালন করে।