কাপ্তাইয়ে ফোন পেয়ে ত্রাণ দিলো ইউএনও

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাইঃ

কর্মহীন ও হতদরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দিচ্ছে কাপ্তাই উপজেলা প্রশাসন। নিচ্ছেন খোঁজ। বাড়ি থেকে বের না হওয়ার জন্যও দিচ্ছেন নির্দেশনা। কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসনকে ফোন করায় তাদের বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক নূর হোসেন মামুন সহ স্হানীয় জনপ্রতিনিধিরা। এদিকে ভুক্তভোগী পরিবারের ফোন পেয়ে উপজেলা প্রশাসন ত্রাণ পৌঁছে দেওয়ায় খুশি তারা কর্মহীন পরিবারগুলো। জানান, করোনার প্রভাবে ব্যবসায় প্রতিষ্ঠান সহ সকল প্রকার আয়ের উৎস বন্ধ থাকায় পড়তে হয়েছে বিপাকে। নগদ টাকার সংকটে পরিবারের নেমে এসেছে হতাশার ছাঁয়া। তাই কূল না পেয়ে ইউএনও’কে ফোন করেন তারা। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল জানান, মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌছে দেওয়া হচ্ছে। তবে বাড়ি থেকে বের না হতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। এক্ষেত্রে বিনা প্রয়োজনে কেউ বাহিরে আসলে তাদের অর্থ দন্ডে দন্ডিত করা হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত