টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান কর্মহীন শিক্ষাবিদদের বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

ফরিদ বাবুল, টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা ভিবিন্ন প্রবীণ আলেম, শিক্ষাবিদ যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের বাড়ী বাড়ী গিয়ে খোঁজ খবর নেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত তহবিল হতে নিত্য প্রয়োজনীয় খ্যাদ্য সামগ্রী বিতরণ করছেন টেকনাফ পৌরসভার প্যানেল (মেয়র-০১) মাওলানা মুজিবুর রহমান। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) টেকনাফ উপজেলার সদর ও সাবরাং ইউনিয়নের নয়া পাড়া এলাকার শতাধিক পরিবারের নিকট এ সামগ্রী বিতরণ করেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি জানিয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত