নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুরঃ
“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্বেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরপুর পৌর এলাকায় খাদ্য মন্ত্রাণালয় ও খাদ্য অধিদপ্তরের আওতায় ওএমএস (ওপেন মার্কেট সেলস্) এর চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে প্রতিকেজি চাউল ১০/- টাকা দরে বিক্রয় করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ঐতিহ্যবাহী কড়ইতলাই উক্ত চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী, গোপালপুর পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, গোপালপুর পৌর বণিক সমিতির সভাপতি ও জেলা পরিষদ সদস্য বদিউর রহমান বদর পৌসভার সকল সদস্যবৃন্দ।