প্রেস বিজ্ঞপ্তি,
মধ্যম সরাইপাড়াতে ঘরে থাকা কর্মহীন প্রায় ২০০শত দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন লিটন ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আশ্রাফ।প্রতিটি পরিবারকে তারা ব্যক্তিগত তহবিল থেকে ৩কেজি চাল,১কেজি চিনি,১কেজি তৈল,১কেজি চনা,১কেজি চিড়া,২কেজি আলু,১পেয়াজ ত্রাণ হিসেবে বিতরণ করেছে।ত্রাণ বিতরণের বিষয়ে তারা বলেন -আমরা কর্মহীন দরিদ্র মানুষের ঘরে ঘরে নিজেরা গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছি।আমরা ত্রাণ গ্রহীতাদের পরিচয় গোপন রেখেছি। অসহায় দরিদ্র পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ পৌঁছে দিতে পেরে নিজেদেরকে ভাগ্যবান মনে করছি। এবং আপনারা যারা আমাদের এই ত্রাণ বিতরণ কাজে সহযোগিতা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এ সময়ে উপস্থিত ছিলেন - মোঃ রহমান, মন্জু, দিদার, আনিস, মোঃ সায়িম,তানভীর,সাকিল প্রমূখ।