
বিশেষ প্রতিনিধি :
শুক্রবার(১০ এপ্রিল) সকাল ১০ টা। রাংগুনিয়া উপজেলার ১১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ৭ নং ওয়ার্ড এর দক্ষিন পাড়া। ১০ জনের মতো ছাত্র ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল, পেয়াঁজ, আলু সহ নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্র এবং সেই সাথে ছিটিয়ে দিচ্ছেন জীবানুনাশক স্প্রে। কথা হয় এই প্রতিবেদকের ঐ ছাত্রদের সাথে। তারা জানালেন, বেটার ফিউচার অব রাংগুনিয়া সংগঠন নামে বন্ধুদের নিয়ে একটি সংগঠন করেছে। এই সংগঠনের উদ্যোগে তারা নিজেদের জমানো টাকা দিয়ে ইতিমধ্যে ৩০ জন পরিবারের হাতে ত্রান সহায়তা তুলে দিয়েছেন। এই ক্ষেত্রে তাদের সহযোগিতা করেছেন চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার পোল্ট্রি এন্ড ব্রাদার্স এর স্বত্তাধিকারী দীপক দাশ।
সংগঠনের সভাপতি ইমরান হোসেন সাগর এবং সাধারণ সম্পাদক সৈকত দাশ জানান, আমরা সবাই কলেজের ছাত্র, সবার কিছু কিছু জমা টাকা দিয়ে আমরা এই কাজে নেমেছি। এই কাজে সংগঠনের সহ সভাপতি শান্তু দেব,রাসেল মজুমদার এবং সদস্য সজীব মহাজন, অন্তু, পাপ্পু সহ অনেকে এগিয়ে এসেছে।
আত্মমানবতার সেবায় এই সব ছাত্রদের কর্মকান্ডে স্বানীয় জনপ্রতিনিধি সহ সকলে প্রশংসা করেছেন।।