
ঝুলন দত্ত কাপ্তাই(রাংগামাটি) প্রতিনিধিঃ
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধ রক্ষায় ও সচেতনতায় রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল এর বিরামহীন প্রচারনা এবং সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে ঘরে ঘরে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
এইসময় তিনি হ্যান্ডমাইকে ” কেই ঘরের বাহিরে বাহির হবেন না, অতিপ্রয়োজন ব্যতিত ঘরের বাহির হলে ক্ষতি আপনার,আপনার পরিবারের, নিজ থেকে বিপদ এবং মহামারি করোনা ভাইরাস ডেকে আনবেন না, আপনাদেরকে সরকারের পক্ষ হতে প্রয়োজনিও ত্রানসামগ্রী প্রদান করা হচ্ছে, প্রয়োজনে আরো দেওয়া হবে, আর বিনা প্রয়োজনে ঘরের বাহির হলে আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমাদের বাধ্য হবো – এই সব সচেতনামূলক কার্যক্রম করেন।