কাপ্তাইয়ে সচেতনায় আনসার সদস্যরাও মাঠে

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধিঃ

রাংগামাটি জেলার কাপ্তাই ২৪ আনসার ব্যাটালিয়নের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা সদর বড়ইছড়ি এবং এর আশেপাশে এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ডমাইকের মাধ্যমে গণসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।এ সময় কাপ্তাই ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক ফখরুল আলম সহ আনসারের সদস্যরা উপজেলার সর্বজনসাধারনের প্রতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হয়ে পরিবার সমাজ ও দেশকে সুরক্ষিত রাখার জন্য আহবান জানান এবং সরকারি বিধি মেনে চলার আহ্বান জানান। ২৪ আনসারের পরিচালক ফখরুল আলম জানান, জাতির এই ক্রান্তিলগ্নে আনসার সদস্যরা সবসময় দেশের স্বার্থে কাজ করতে প্রস্তুত।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত