রাঙ্গুনিয়ায় সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নারীর লাশের পরিচয় পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনীয়া প্রতিনিধিঃ

হাসিনা আক্তার রুমা (২৩)  রাঙ্গুনিয়া সৈয়দা সেলিমা কাদের কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষার্থী। তার বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈয়খাইন গ্রামের আমিরুজ্জামানের মেয়ে। সে রাঙ্গুনিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড নোয়াগাঁও এলাকায় বড় ভাইয়ের সাথে ভাড়া বাসায় থাকতো। বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ভাই নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম। তিনি বলেন, তার বোন রুমা পরিবারে ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সবার ছোট। সে তার ভাড়া বাসায় থেকে পড়ালেখা করতো। শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের পটিয়ায় বোনের বাড়িতে যাওয়া উদ্দেশ্যে তার ভাড়া ঘর থেকে বের হয়েছিলেন। এরপর দুপুর থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনটিও বন্ধ ছিল। তবে বের হওয়ার আগে অপরিচিত কোন এক ছেলের সাথে তার কথা হয়েছিল বলে তার স্ত্রীর কাছে পরে জানতে পারেন তিনি। এরপর থেকে নানান জায়গায় খুজাখুজি করেও তার আর কোন খবর পাওয়া যায়নি। থানায় অজ্ঞাত নারীর লাশ পাওয়ার খবরে আজ শনিবার (১১ এপ্রিল) গিয়ে দেখেন, এটি তার ছোট বোন হাসিনা আক্তার রুমা। পরে তার মা ও আত্মীয় স্বজনরাও লাশটি সনাক্ত করেন। উল্লেখ্য রাঙ্গুনীয়া পোমরা ইউনিয়নের সত্যপীরের মাজার এলাকার পশ্চিম পাশে কাটাপাহাড় এলাকায় কাপ্তাই সড়কের উপর পড়ে থাকতে দেখে শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সড়কে চলাচলরত গাড়ির চালকরা রাঙ্গুনীয়া থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে অজ্ঞাত লাশ হিসেবে শনিবার এটিকে ময়নাতদন্তের জন্য মর্গেও প্রেরণ করা হয়। রাঙ্গুনিয়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানায়, অজ্ঞাতনামা লাশটি তার বড় ভাই সনাক্ত করে। আমরা বিষয়টি খতিয়ে দেখেছি। আইনি পক্রিয়ার মাধ্যমে এটি তাদের কাছে হস্তান্তর করা হবে। তবে মেয়েটি কিভাবে মারা গেছে সেই ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত