সৈয়দ মোঃ নজরুল ইসলামঃ
বোয়ালখালীতে আলহাজ্ব বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের কর্মসূচী শুরু হয়েছে।
১১ এপ্রিল রাতে প্রায় ৩০০শ পরিবারকে চাউল ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে পুরো পৃথিবী এখন স্তব্ধ। ছন্দপতনে ঘটেছে মানুষের দৈনন্দিন জীবনে। বাংলাদেশও এর বিস্তাররোধে কার্যক্রম চলছে। ঠিক তখনি সামাজিক দায়বদ্ধতায় নীরবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন আলহাজ্ব বাদশা মিয়া মরিয়ম ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুছা চৌধুরী।
ফাউন্ডেশনের পক্ষ থেকে বোয়ালখালী উপজেলায় প্রায় ৩০০ পরিবারের কাছে খাবার পৌঁছে দিয়েছেন।
চলমান এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তাঁর নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন।