করোনাভাইরাসের সংক্রামণ রোধে বিধিনিষেধ অমান্য করায় চট্টগ্রামে বাইকসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বিশেষ  প্রতিনিধিঃ

রোববার সন্ধ্যায় কোতোয়ালী থানার এনায়েত বাজার মোড় থেকে বাইক সহ তিন তরুণকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তিন তরুণ – মো. শাহীন ইসলাম (২২), মো ইলিয়াছ (২০) ও মো. মো আলভী (২০)।  করোনাভাইরাসের সংক্রামণ রোধে সন্ধ্যা ছয়টা পরে জন সাধারণের চলাচলে আরোপকরা বিধিনিষেধ না মেনে তারা মোটর সাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিল। “এনায়েত বাজার মোড়ে তাদের পথরোধ করে জিজ্ঞাসাবাদ করা হলে সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।” পরে তাদের থানায় এনে দণ্ডবিধির ২৬৯ ধারায় ‘(সংক্রামণ রোগ বিস্তার করতে পারে এমন অবহেলা পূর্ণ কাজ করা) মামলা করা হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত