
চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধিঃঃ
ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার দু’টি এলাকা থেকে গাঁজা ও ইয়াবা সহ দু’জন আটক করেছে পুলিশ।
গতকাল শনিবার অফিসার ইনচার্জ আব্দুর রকিবের নির্দেশে থানা এস.আই নুরুল ইসলামের এ.এস.আই রবিউল সঙ্গিয় পোর্সসহ ১নং ইউপির মদনেরগঁাও তফদার বাড়ী থেকে ১শ গ্রাম গঁাজাসহ মজিবুর রহমান খোকন (৫৫) কে আটক করে। খোকনের বিরুদ্ধে ১০ টি মাদক ও ডাকাতির মামলা রয়েছে। তরুণদের সহায়তায় উপজেলার হুগলী গ্রামে ২১ পিছ ইয়াবা সহ মো. ইউনুছ মুন্সি (২২) নামের মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রকিব বলেন, আটককৃতদেরকে আজ রবিবার চঁাদপুরের আদালতে পাঠানো হয়েছে।