বিদায় ধ্বনি

নিজস্ব প্রতিবেদক

মোঃ সাকিল ইমতিয়াজ

মহাবিশ্বের দুর্গপ্রাচীর তৈরি হবে নকশা করে।
করোনার বিদায় ধ্বনি বেজে উঠুক ঘরে ঘরে ।
দেশ হতে দেশ দেশান্তরে
ছড়িয়ে যাচ্ছে হাজারও ঘরে।

বিনাশ করো বিষাদ বাতাস।
ধুসর মেঘে ভাসছে আকাশ।
মুক্ত করো দেশ, যুক্ত হোক ধরা।
বটমূলে মেতে উঠুক আমাদের বসুন্ধরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত