কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া শিশু খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ কার্যক্রমে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার স্বরূপ ৬২ হাজার টাকার শিশু খাদ্য সহায়তা কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে হতদরিদ্র ও অসহায় ১৫০ টি পরিবারের শিশুদের বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১৪ এপ্রিল) কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সামাজিক দুরত্ব রক্ষার্থে জনসমাগম না হওয়ার জন্য ৫ টি ইউনিয়নের ইউপি চেয়্যারম্যান, ইউপি সদস্য ও শিশু খাদ্য স্বেচ্ছাসেবক টিমের সহায়তার এই খাদ্য দ্রব্য গুলো বিতরণ করেন। প্রতিটি শিশু খাদ্য প্যাকেটে ছিলো বিস্কুট, গুড়ো দুধ, সুজি, চিনি, মসুর ডাল ও সাগুদানা।
তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে উপহার স্বরূপ হতদরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে এবং ৬২০০০ টাকা ব্যায়ে প্রতিটি ইউনিয়নে ৩০ টি করে ৫ টি ইউনিয়নে সর্বমোট ১৫০ টি শিশুখাদ্যদ্রব্য পৌঁছানো হয়েছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত