রিপন চৌধুরী সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে পুরো পৃথিবী এখন স্তব্ধ। ছন্দপতনে ঘটেছে মানুষের দৈনন্দিন জীবন, বাংলাদেশও এর বিস্তাররোধে কার্যক্রম চলছে। ঠিক তখনি সামাজিক দায়বদ্ধতায় নীরবে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছেন। দানবীর সুকুমার চৌধুরী
প্রাণঘাতি করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থ সারা বাংলাদেশ তখনই নিজ এলাকা মধ্যম মোহরা ও চাঁনগাও
৪ হাজার পরিবারের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন মানবতার কল্যাণী দানবীর সুকুমার চৌধুরী
30 শে মার্চ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ শুরু করেন দানবীর সুকুমার চৌধুরী ও তাহার উত্তরসূরী অমিত চৌধুরী , দানবীর সুকুমার চৌধুরী ছেলে অমিত চৌধুরী
সাথে কথা বলে জানা যায় যতদিন (করোনা ও কোভিড -19) থাকবে ততদিন পর্যন্ত আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত চলতে থাকবে রমজানে মুসলিমদের জন্য আলাদাভাবে ত্রাণ সামগ্রী ব্যবস্থা করা হয়েছে সুকুমার চৌধুরী প্রতিনিধিরা উপস্থিত থেকে অন্যান্য এলাকায় ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট গুলো বিতরন করেন।
বিতরণকৃত খাদ্র সামগ্রীর মধ্যে রয়েছে প্রতিপরিবারের জন্য ৫ কেজি চাল, ১কেজি ডাল, ২ কেজি আলু, ১কেজি পিয়াজ ও ১লিঃ তৈল,
(করোনা ও কোভিড-19) সংক্রমণে পুরো পৃথিবী এখন স্তব্ধ এর মাঝেও যাদের কথা না বললে নয় যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ফয়সাল চৌধুরী , এডভোকেট শানু বিশ্বাস চন্দন, অশ্রু চৌধুরী, সমিরন মল্লিক, পঙ্কজ চৌধুরী, মোহাম্মদ আজিম, অসিত চৌধুরী, দীপঙ্কর দেওয়ানজী রঞ্জু, মিন্টু চৌধুরী, নিপু ভট্টাচার্য্য, আশিস দাস, প্রিয়তোষ বিশ্বাস, মামুনুর রশিদ মামুন, সঞ্জীব ভট্টাচার্য্য বাবু, অভি চৌধুরি তমাল, অঞ্জন কুমার ঘোষ, পীযূষ চৌধুরী বসু, নিউটন কুমার চৌধুরী, মিশু চৌধুরী, ইকবাল হসেন জিকু, মোহাম্মদ শাহেদ, আশফাক হোসেন খান, তরিকুল ইসলাম তানিম, ইমরান হোসেন জনি, স্মরণ মল্লিক, সাগর দাস, একান্ত সেন অরর্গ , রুবেল দাস, মাহি আল ফয়সাল, বিকাশ দাস, নিউটন চৌধুরী, রাজু চৌধুরী, সঞ্জয় চৌধুরী জুনিয়র,
এছাড়াও স্থানীয় গণমাধ্যম ব্যাক্তি ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
দানবীর সুকুমার চৌধুরী বলেন, আমি সাধারণ মানুষ হয়ে সবার মাঝে থাকতে চাই। আমি নিজেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজ শ্রমহীন অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করে নিজেকে ধন্যমনে করছি।
এই চলমান কর্মকান্ড অব্যাহত থাকবে বলেন সুকুমার চৌধুরী উত্তরসূরী অমিত চৌধুরী