
নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুরঃ
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের অর্ধশতাধিক ছিন্নমূল মানুষকে ১০ দিন ধরে প্রতিদিন দু’বেলা খেতে দিচ্ছে স্টেশন সংলগ্ন গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন আমরা ক’জন। যতদিন এই করোনা ভাইরাস অতঙ্ক থাকবে ততোদিন তারা ছিন্নমূল ভাসমান নারী, পুরুষ, শিশু, ট্রেনের ভিক্ষুক, হোটেল কর্মচারী, হকারদের খাদ্য খাওয়াবেন। যাদের অধিকাংশই স্টেশনের প্লাটফরমে রাত কাটান।
গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগতা রেজাউল করিম , সানোয়ার হোসেন, সুজন ,ওয়াসিম ,জয়নাল ,ফরহাদ সাহাজুল ,আমরুল ,কালাম, ওবায়দুল্লাহ উপস্থিত ছিলেন ।