
ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি :
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার এর উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণরোধে কর্মহীন হয়ে পড়ে অসহায় ৮০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে তাঁরা গাড়ী করে প্রতিটি বাড়ীতে গিয়ে এই সব খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। এই সময় কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, কাপ্তাই ফাঁড়ির আই সি পুলিশ পরিদর্শক আতাউল হক চৌধুরীর সহ পুলিশ সদস্যরা উপস্হিত ছিলেন।
এদিকে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগেও বাড়ীতে বাড়ীতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে বলে জানান কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার জানান, আমরা আমাদের সাধ্যমতো যাঁরা অতি অসচ্ছল তাদের ঘরে গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছি।