গোয়েন্দা টিম চট্টগ্রাম মহানগরীতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনে

নিজস্ব প্রতিবেদক

 

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগরী এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও সংক্রমণ রোধে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে জরুরি প্রয়োজন ব্যতীত অপ্রয়োজনীয় চলাফেরা এবং আড্ডা নিয়ন্ত্রণে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশনায় মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব এস.এম. মোস্তাইন হোসেন, বিপিএম মহোদয়ের তদারকিতে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের ০৪টি টিম মহানগরীর বিভিন্ন এলাকায় থানা পুলিশের পাশাপাশি বিকাল ০৫ ঘটিকা থেকে রাত ১২ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করছে। এই অভিযান করোনা ভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত