চিলাহাটিতে সমাধান যাত্রা ও ফেসবুক গ্রুপে’র ত্রাণ,মাস্ক বিতরণ ও জীবাণুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক

 

আপেল বসুনীয়া,চিলাহাটি (নীলফামারী) প্রতিনিধি :

করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন”দেশের এই ক্রান্তি লগ্নে আমাদের সকলের উচিৎ একে অন্যের পাশে দঁাড়ানো এবং জনসাধারণকে সচেতন করা। এই বিশ্বাস এবং প্রতিজ্ঞাকে সামনে রেখে নীলফামারী জেলার চিলাহাটিতে ত্রাণ,বিনামূল্যে মাস্ক বিতরণ জীবাণু নাশক স্প্রে করা হয়েছে। গতকাল সেচ্ছাসেবী সংগঠন সমাধান যাত্রা এর উদ্দ্যোগে প্রতিষ্ঠানটির সভাপতি নিয়াজ মোর্শেদ সরকার এর নেতৃত্বে চিলাহাটির বিভিন্ন এলাকায় রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা,বয়স্ক ও অস্বচ্ছল মানুষের মাঝে এই মাস্ক ও ত্রাণ বিতরণ করা হয়। এসময় এলাকা জীবাণু মুক্ত রাখতে জীবাণু নাশক স্প্রে করা হয়। নিয়াজ মোর্শেদ সরকার বলেন, আমাদের আতঙ্কিত না হয়ে সচেতনতা অবলম্বন করতে হবে। সর্দি-কাশি, জ্বরে এবং ধুলোবালু ও জীবাণু মুক্ত থাকতে মাস্ক ব্যবহার করতে হবে। এসময় উপস্থিত ছিলেন চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি নূরল হক,আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক হাফিজুর রহমান বকুল,সমাজ সেবক তারিক আকরাম তপন,জার্মান,মোনায়েম হোসেন,যুবলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সভাপতি এ.কে.এম জাহাঙ্গীর বসুনীয়া রাসেল প্রমূখ। অপরদিকে ভলেন্টিয়ারেস চিলাহাটি কোভিড-১৯ ফেসবূক গ্রুপটি চিলাহাটির অত্যন্ত দুস্থ ৫ টি পরিবারের মধ্যে ১৩০ কেজি নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছে । পরিবার প্রতি খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকের মধ্যে রয়েছে ১২২০ টাকা সমমূল্যের ২০ কেজি করে চাল,২ কেজি করে ডাল,২ লিটার করে সয়াবিন তেল,১ কেজি করে লবণ,২ কেজি করে আটা,১ টি করে গোসল করা সাবান,৩ টি করে কাপড়কঁাচা সবান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই গ্রুপটির সদস্যদের সবাই তরুণ এবং প্রচার বিমুখ।

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত