কাপ্তাইের চিৎমরম ইউনিয়নে সর্বমোট ১০০০ জন পেলো ত্রান সহায়তা

নিজস্ব প্রতিবেদক

ঝুলন দত্ত কাপ্তাইঃ

কাপ্তাই চিৎমরম ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আয়রোজগার হারানো অসহায় ১০০০ জন পেলো ত্রান সহায়তা। যার মধ্যে রাঙ্গামটি জেলা পরিষদ কর্তৃক ৩৫০ জনকে এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৬৫০ জন সহ সর্বমোট ১০০০ জন হতদরিদ্র কর্মহীন পেলো এই ত্রান সহায়তা।

চিৎমরম ইউপি ভারপ্রাপ্ত চেয়্যারম্যান সিংথোয়াই উ মারমা জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অসহায় কর্মহীন মানুষদের আমরা ত্রানসহায়তা বিতরণ করেছি এবং সরকারি ত্রান সহায়তায় ও রাঙ্গামাটি জেলা পরিষদের সহায়তায় আমরা সর্বমোট ১০০০ জন হতদরিদ্র কর্মহীনের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত