
মোঃ মামুনুর রশিদ,নবাবগঞ্জ(দিনাজপুর)
প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জে করোনা সতর্কতার বিধি ভঙ্গ করায় উপজেলার বিভিন্ন বাজারের ১০ দোকান মালিককে অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন উপজেলার বিভিন্ন বাজারে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে করোনা সতর্কতার বিধি ভঙ্গ করার দায়ে ১০ দোকান মালিককে সাড়ে ১৬ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। উপজেলা নির্বাহী অফিসার জানান-করোনা ভাইরাস বিস্তার রোধে এ অভিযান করা হয়েছে। পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যহত থাকবে। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান মোছাঃ পারুল বেগম উপস্থিত ছিলেন ।