রাঙ্গামাটির কাপ্তাইয়ে গলা কাটা অবস্থায় যুবক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

 

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার ফকিরের ঘোনা এলাকা থেকে গলা কাটা এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছে কাপ্তাই থানা পুলিশ। আহত যুবকের নাম মো. মনির আহম্মদ (২৩)। সে নোয়াপাড়া এলাকার আব্দুর রবের পুত্র। কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার (সাড়ে ৮টায়) রাত সাড়ে ৮টার সময় চন্দ্রঘোনার ফকিরের ঘোনা এলাকা থেকে গলা কাটা অবস্থায় মো. মনির আহম্মদ নামক এক যুবককে উদ্ধার করি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ডাক্তার জেমস বিলিয়ম জানান, আহতের অবস্থা বর্তমানে স্বাভাবিক রয়েছে। তার গলায় ছুরিকাঘাত করা হয়েছিল। আহত স্থানে সেলাই করা হয়েছে।চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি বলেন, আহত যুবকের পরিবার গত ৫ থেকে ৬ বছর পূর্বে চন্দ্রঘোনার ফকিরাঘোনা এলাকা হতে অন্যত্র চলে যায়। লক ডাউনের কয়েকদিন আগে এখানে আবার আসে সে। তার পেশা সম্পর্কে এখনো সঠিক কোন তথ্য জানতে পারিনি। বর্তমানে আহত যুবক জীবিত রয়েছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত