
ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে আয়রোজগার হারানো অসহায় ১৩০০ জন পেলো ত্রান সহায়তা। যার মধ্যে রাঙ্গামটি জেলা পরিষদ কর্তৃক ৩৫০ জনকে এবং সরকারি ত্রান মন্ত্রনালয় হতে ৯৫০ জন সহ সর্বমোট ১৩০০ জন হতদরিদ্র কর্মহীন পেলো এই ত্রান সহায়তা। এই ছাড়া এই ইউনিয়নে নগদ টাকাও বিতরণ করা হয়েছে। ওয়াগ্গা ইউপি চেয়্যারম্যান চিনন্জিত তনচংগ্যা জানান, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে অসহায় কর্মহীন মানুষদের আমরা ত্রানসহায়তা বিতরণ করেছি এবং সরকারি ত্রান সহায়তায় ও রাঙ্গামাটি জেলা পরিষদের সহায়তায় আমরা সর্বমোট ১৩০০ জন হতদরিদ্র কর্মহীনের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেছি। এছাড়াও কাপ্তাই নৌ বাহিনী ও বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে হতদরিদ্রের মাঝে ত্রানসহায়তা বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এবং তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর শিশু খাদ্য সহায়তায় হতদরিদ্র পরিবারের শিশুদের ও খাদ্য সহায়তা পৌঁছানো হয়েছে।