ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি:
রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ২ জন দোকানদার এবং দ্রব্যমূল্য বেশি রাখায় ২ টি ঔষধের দোকান সহ ৪ জন দোকানদারকে অর্থদন্ড প্রদান করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন। এছাড়া আইন অমান্য করে অহেতুক বাজারে ঘোরাঘুরি করায় আরো ১ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল সোমবার ( ২০ এপ্রিল) কাপ্তাই নতুন বাজার এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখা এবং দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান পরিচালনা করেন।
এসময় তিনি সেখানে গিয়ে দেখতে পান, নতুন বাজার এলাকার ২টি দোকান সরকারি নির্দেশ অমান্য করে খোলা রাখা হয়েছে। তৎক্ষনাৎ তিনি উক্ত ২টি দোকানের মালিককে ৫০০ টাকা করে ১০০০ টাকা ও দ্রব্যমূল্য বেশী নেওয়ায় ২ টি ঔষধের দোকানের মালিককে ৪০০০ টাকা এবং অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় এক ব্যক্তিকে ৫০০ টাকা সহ সর্বমোট ৫৫০০ টাকা জরিমানা প্রদান করেন।