করোনা ভাইরাসে রাজস্থলীতে ব্যতিক্রম সেবা দিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

রাজস্থলী প্রতিনিধিঃ

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় করোনা ভাইরাস থেকে বাচঁতে ও সামাজিক দুরত্ব বজায় রেখে মাইকিং এর মাধ্যমে সেবা ও হাত ধুয়ে থানায় প্রবেশ সহ ব্যতিক্রম সব উদ্যােগ নিয়েছে রাজস্থলী থানার পুলিশ।পুলিশের এ মহতী উদ্যােগ কে সাধুবাদ জানিয়েছেন রাজস্থলী বাসী।উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সাথে সমন্বয় করে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে অাসছেন। উপজেলার ইসলামপুর,, বাঙ্গালহালিয়া সহ বিভিন্ন সময়ে মাইকিং ও জীবানুনাশক স্প্রে ছিটানো সহ সচেতনতা মুলক কার্যক্রম অব্যাহত রেখেছেন।এ ব্যাপারে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল অাহামদ খান,বলেন,,, মহামারি প্রানঘাতি করোনায় নিজেদের সু রক্ষায় কোন বিক্ল্প নেই।সামাজিক দুরত্ব বজায় বর্তমানে করোনা ভাইরাস সংত্রমন রোধে এমন কার্যক্রমে মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।পুলিশ জনগনের বন্ধু তখন দুর্যোগকালীন সময়ে জনগন কে সেবা দিতে অামরা সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধের বিস্তার রোধে পুলিশ দায়িত্ব পালন করছে। তিনি জনগনের উদ্যােগে বলেন,,অাপনাদের সহযোগিতা ছাড়া করোনা ভাইরাসের মতো মহামারি সংক্রমন রোধ করা সম্ভব নয়।সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে ঘরে থাকার জন্য সকলের প্রতি অাহবান জানান,, ওসি মফজল আহামদ খান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত