ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি প্রতিনিধি)।
রাঙ্গামটি জেলার কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে ৫ম ধাপে আরো ৪০০ পরিবার পেলো মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার স্বরূপ চাউল, ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি।
১নং চন্দ্রঘোনা ইউপি চেয়্যারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী বলেন, করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কর্মহীন আরো ৪০০ পরিবারের মাঝে পৌঁছানো হয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। সামাজিক দুরত্ব নিশ্চিতের লক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার গুলো ইউপি এলাকার প্রত্যেকটি ওয়ার্ডে কর্মহীন হতদরিদ্র মানুষের ধারে ধারে গিয়ে ইউপি সদস্যরা পৌঁছে দিচ্ছে। ইউপি চেয়্যারম্যান আরো জানান, অনেকের ফোন পেয়েও তাদের বাড়িতে গিয়ে ত্রানসহায়তা পৌঁছানো হয়েছে।
এদিকে সোমবার(২০ এপ্রিল) ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মিতিঙ্গাছড়ি ৩৫ মারমা পরিবারকে এই সহায়তা প্রদান করা হয়েছে বলে চেয়ারম্যান বেবী জানান।